প্রকৃতি আমাদের বড় বন্ধু, তাই প্রাকৃতিক উপাদেনের প্রতি আমাদের আস্থা শতভাগ। আর এই জন্যই আমাদের প্রোডাক্ট ১০০% কেমিক্যাল ফ্রি, অথেনটিক এবং ন্যাচারাল রাখতে আমরা বদ্ধপরিকর।
১৯৩১ ইং সাল
১৯৩১ সালে মহাশংকর এর যাত্রা শুরু
১৯৩১ ইং সাল, তখন ছিল ভারত উপমহাদেশ। এই উপমহাদেশের একজন বাঙ্গালি ব্যবসায়ী ভারতের বালিগঞ্জ কেমিক্যালস কোম্পানি তৎকালীন কোলকাতার কোর্ট এর মাধ্যমে কিনে নেন। তখন থেকেই শুরু হয় নতুন উদ্যমে মহাশংকর কোম্পানির পথ চলা। সেই বিশিষ্ট বাঙ্গালি ব্যবসায়ী বাংলাদেশের নওগাঁ জেলায় নিজের ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন এবং ব্যবসা পরিচালনা করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বছর খানেক আগে তিনি ইন্তেকাল করেন। যুদ্ধের সময় প্যাক হানাদার বাহিনী বোমা মেরে সেই ফ্যাক্টরি, অফিস সব মাটিতে মিশিয়ে দেয়। এর পর থমকে যায় মহাশংকর কোম্পানির দ্রুত গতিতে পথচলা। পরবর্তীতে তার একমাত্র ছেলে সীমিত আকারে এই ব্যবসার হাল ধরেন কিন্তু সব প্রোডাক্ট নিয়ে কাজ বন্ধ করে দেন ধ্বংস হয়ে যাওয়া ফর্মুলার অভাবে। কিন্তু নাম ও সুনাম ধরে রাখের চেষ্টায় সব সময় উদার ছিলেন।
২০১০ ইং সাল
পৃথা এন্টারপ্রাইজ এর যাত্রা শুরু
২০১০ ইং সালে জন্ম হয় পৃথা এন্টারপ্রাইজ, বিভিন্ন ব্যবসার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে পৃথা এন্টারপ্রাইজ এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায় বেশি আগ্রহী হয়ে উঠে এবং ব্যবসা পরিচালনা করতে থাকে, পরবর্তীতে ফুড জাতীয় প্রোডাক্ট প্রস্তুতকারী হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু ক্ষতিকর কেমিক্যাল জাতীয় উপাদান ব্যাবহার না করে ছোট বড় সবার জন্য নিরাপদ প্রোডাক্ট প্রস্তুত করতে গিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি, কারন ভোক্তারা কেমিক্যাল বুঝে না, তারা বুঝে সাশ্রয়ী মূল্য। কিন্তু পৃথা এন্টারপ্রাইজ এর টার্গেট ছিল, যা কিছু প্রস্তুত করবে, তা যেন সবার জন্য নিরাপদ থাকে, আর এই ভিশন নিয়ে অপেক্ষার শুরু।
২০১৭ ইং সাল
অর্গানিক প্রোডাক্ট এর যাত্রা শুরু
অর্গানিক প্রোডাক্ট প্রস্তুত করে মানুষের হাতে নিরাপদ পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যটা ছিল অনেক আগের, তাই মহাশংকর কোম্পানির যত রকম অর্গানিক প্রোডাক্ট এর ফর্মুলা ছিল, সেগুলো নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে পৃথা এন্টারপ্রাইজ। মহাশংকর কোম্পানির একটু সুপরিচিত প্রোডাক্ট “মহাশংকর হাত কাটা তৈল” সারা ভারতীয় উপমহাদেশে এবং বানলাদেশে খুব জনপ্রিয় ছিল, কিন্তু বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এর নকল প্রোডাক্ট তৈরি করে সারা বাংলাদেশে ছরিয়ে দেয়। তাই পৃথা এন্টারপ্রাইজ ব্যবসায়ী ধরন চেঞ্জ করে অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করে। প্রথম প্রোডাক্ট হিসেবে চুলের যাবতীয় সমস্যা দূর করতে ২১ টি প্রাকৃতিক উপাদানে তৈরি “মহাশংকর হেয়ার অয়েল” বাজারজাত শুরু করে। নকল এড়াতে কোনও ডিলার বা দোকানে বিক্রির সুবিধা না দিয়ে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয়া হয়। ধীরে ধীরে অর্গানিক প্রোডাক্ট এর সংখ্যা বাড়তে থাকে। অনলাইনে সেল এর জন্য ফেসবুক পেইজ করা হয়: Pritha Enterprise, বর্তমানে ২০২৪ ইং সালে পৃথা এন্টারপ্রাইজ (মহাশংকর ব্র্যান্ড) এর নিজস্ব প্রোডাক্ট গুলো হচ্ছে-
৭। মহাশংকর ভার্জিন কোকোনাট অয়েল
৮। মহাশংকর Red Sandalwood Soap
Our incredible team are here for you
Pankaj D Costa
Proprietor
পৃথা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদের উচ্চমানের এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ১০০% কেমিক্যাল মুক্ত এবং অথেনটিক পণ্য সরবরাহ করা। আমরা আপনাদের সকলের আস্থা এবং বিশ্বাসের জন্য কৃতজ্ঞ। আমাদের প্রতিটি পণ্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীলতার প্রতিফলন। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ।
Chand Biswas
Head of Design
পৃথা এন্টারপ্রাইজের ডিজাইন প্রধান হিসেবে আপনাদের জানাতে চাই, আমাদের ডিজাইন টিম সর্বদা নতুনত্ব এবং সৃজনশীলতার দিকে নজর দেয়। প্রতিটি পণ্যের ডিজাইন আমরা এমনভাবে তৈরি করি যাতে তা আপনাদের মন কেড়ে নেয়। আমাদের লক্ষ্য হল আপনাদের সুন্দর এবং কার্যকরী পণ্য সরবরাহ করা। আমরা সব সময় চেষ্টা করি, আপনাদের হাতে যেন নির্ভেজাল পণ্য তুলে দিতে পারি এবং আমাদের শত বছরের সুনাম ধরে রাখতে পারি। আপনাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।
Pinku D Costa
Research & Development
পৃথা এন্টারপ্রাইজের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের গবেষণা টিম সর্বদা উচ্চমানের এবং কার্যকরী পণ্য তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৩১ সালে জন্ম নেয়া মহাশংকর কোম্পানির শত বছরের পুরনো ফর্মুলা নিয়ে আমরা সব সময় গবেষণা করি এবং বেস্ট প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে চেষ্টা করি। আমাদের লক্ষ্য হল আপনাদের সর্বোত্তম সেবা প্রদান করা।