Call us : +8801534735444

Free shipping on all orders over tk. 3000/-

মহাশংকর টুথ পাউডার ব্যবহারের নিয়মাবলী

মহাশংকর টুথ পাউডার ব্যবহারের সঠিক নিয়মাবলী

মহাশংকর টুথ পাউডার  বিভিন্ন মসলার উপাদানে তৈরি দাঁতের মাজন যা দাঁত ও মাড়ি ব্যথা দূর করে, দাঁত পরিষ্কার করে, দাঁতকে মজবুত করে। নিয়মিত ব্যবহারে এটি দাঁতের মাড়ি মজবুত করে এবং মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। মহাশংকর টুথ পাউডারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:


১. দাঁত ও মাড়ি ব্যথা দূর করতে:

যদি দাঁত বা মাড়িতে ব্যথা থাকে, তাহলে বুঝতে হবে, দাঁতের গোঁড়া নরম হয়ে গেছে এবং মাড়ি থেকে দাঁত আলাদা হয়ে যাচ্ছে বা ফাঁকা হয়ে যাচ্ছে। এই অবস্থায় টুথ ব্রাশ ব্যাবহারে বিশেষ সতর্ক থাকতে হবে, কারন যদি টুথ ব্রাশ নরম ব্রিসলযুক্ত না হয়, তাহলে দাঁত ও মাড়ির আরও বেশি ক্ষতি করবে। এমন অবস্থায় মহাশংকর টুথ পাউডার অবশ্যই হাতের আঙ্গুলে নিয়ে দাঁত মাজতে হবে। দাঁত ও মাড়িতে যেখানে ব্যথা, সেই স্থান গুলোতে এই পাউডার ভালো করে লাগিয়ে আঙ্গুল দিয়ে মাজতে হবে। একটু সময় নিয়ে ৩-৫ মিনিট এই মাজন দিয়ে মাজতে হবে, তাহলে এতে থাকা এন্টি ব্যাকটেরিয়াল উপাদানগুলো দাঁত ও মাড়ির গোঁড়ায় মিশে গিয়ে জীবাণু ধ্বংস করবে। চেষ্টা করবেন ৩-৫ মিনিট এই পাউডার এর ফেনা মুখে রেখে দাঁত মাজতে। এই ভাবে দিনে ২-৩ বার বেবহার করলে দ্রুত দাঁত ও মাড়ি ব্যথা দূর হবে।  তবে রাতে ঘুমানোর আগে অবশ্যই এই মাজন দিয়ে দাঁত মাজতে হবে। যদি অনেক বেশি ব্যথা থাকে, তাহলে দিনে ৪/৫ বার ইউজ করা যাবে কারন এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। দাঁত ও মাড়ি দুর্বল থাকলে ব্রাশ ব্যাবহারে আগে সতর্ক হওয়া জরুরী।

২. দাঁত পরিষ্কার করতে / দাগ দূর করতে:

মহাশংকর টুথ পাউডার ক্ষতিকর কেমিক্যাল মুক্ত, তাই কেমিক্যাল এর মত করে এটি দ্রুত দাগ পরিষ্কার করবে না। আপনার অবগতির জন্য জানাচ্ছি, চাইলে আমরাও এমন প্রোডাক্ট দিতে পারি যা ব্যাবহারে কয়েকদিনেই দাঁত সাদা হয়ে যাবে, সমস্ত দাগ দূর হয়ে যাবে। কিন্তু সেটা বানাতে হয় এক জাতীয় এসিড দিয়ে, যা দাঁত সাদা করবে কিন্তু দাঁতের মেলানিন নষ্ট করে দিবে, ফলে দাঁত পাতলা হয়ে যাবে এবং দাঁত দুর্বল হয়ে দ্রুত পরে যাবে। তাই দয়া করে নিজ স্বার্থে এমন কোন প্রোডাক্ট ব্যাবহার থেকে বিরত থাকুন। এই টুথ পাউডার বিভিন্ন মসলার নির্যাস দিয়ে তৈরি, এটি নিয়মিত ব্যাবহার করলে ধীরে ধীরে দাঁতের উপরে জমে থাকা দাগ গুলো হালকা করে দিবে কিন্তু দাঁতের মেলানিন ঠিক রাখবে। ফলে দাঁত ও মাড়ি শক্ত হবে। সাধারনত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভাবে দাঁতের বিভিন্ন দাগ দূর হতে ২-৪ মাস সময় লাগে। দাঁতের দাগ দূর করতে এই মাজন হাতের আঙ্গুলে নিয়ে ভালো করে দাঁতের উপরে মাজতে হবে। নিয়মিত দিনে ২-৩ বার এভাবে মাজলে দাঁতের দাগ দূর হয়, দাঁত পরিষ্কার হয়। দাঁত বা মাড়িতে কোন সমস্যা না থাকলে সফট ব্রাশ দিয়ে এই মাজন ব্যাবহার করা যাবে।

৩. দাঁতের পাথর দূর করতেঃ

দাঁতের পাথর যথেষ্ট শক্ত হয় যা দাঁত ও মাড়ির সাথে আটকে থাকে, তাই অল্প সময়ে পাথর দূর করলে দাঁত ও মাড়ির ক্ষতি হয়। সাধারনত বিভিন্ন মেডিসিন দিয়ে পাথর দুর্বল করে তুলে ফেলার অনেক পণ্য পাওয়া যায় যা দাঁত ও মাড়ির দীর্ঘ মেয়াদী ক্ষতি করে। আমাদের মহাশংকর টুথ পাউডার ধীরে ধীরে দাঁতের পাথরকে দুর্বল করতে থাকে। নিয়মিত ব্যাবহারে ২/১ মাসের মধ্যে পাথর দুর্বল হয়ে যায়। পাথর দূর করতে হাতের আঙ্গুলে পাউডার নিয়ে দাঁতের ভিতরের পাটিতে যেসব জায়গায় পাথর জমে, সেখানে ভালো করে আঙ্গুলের প্রেশার দিয়ে মাজতে হবে। ৩-৫ মিনিট এভাবে প্রতিদিন মাজতে হবে। একটা পর্যায়ে পাথর ভাঙতে থাকে এবং জিভে পাথরের ভেঙ্গে যাওয়া গুড়া অনুভব করবেন। ঐ সময় হাতের আঙ্গুল দিয়ে বা কোন পিন দিয়ে হালকা ভাবে পাথরগুলো নাড়াচাড়া করলে পাথর গুলো উঠে যাবে। এর পর নিয়মিত কিছুদিন পাউডার ব্যাবহার করতে হবে যেন পাথর সরে গিয়ে যে স্থান গুলো ফ্রি হয়েছে, সেগুলো ভরাট হয়ে যায়, অর্থাৎ দাঁত ও মাড়ি যেন শক্ত হয়ে যায়।

৪. মুখের দুর্গন্ধ দূর করতেঃ 

মহাশংকর টুথ পাউডার লবঙ্গ জাতীয় বিভিন্ন মসলার নির্জাসে তৈরি, তাই মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। অনেকে সাধারনত মুখের দুর্গন্ধ দূর করে বাজারের বিভিন্ন মাউথ ওয়াস ব্যাবহার করেন, যার বেশিরভাগ স্বাস্থ্য সম্মত না। খাবারের পরে মহাশংকর টুথ পাউডার দিয়ে দাঁত মাজলে এতে থাকা এন্টি ব্যাকটেরিয়াল উপাদান গুলো জীবাণু ধ্বংস করে, ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু থাকে না বিধায় দুর্গন্ধ সৃষ্টি হয় না। মুখের দুর্গন্ধ দূর করতে নিয়মিত সকালে এবং রাতে অবশ্যই এই মাজন ব্যাবহার করতে হবে। ধীরে ধীরে মুখে দুর্গন্ধ সমস্যা দূর হয়ে যাবে।

৫.দাঁত নড়বরে হয়ে থাকলেঃ 

অনেক সময় দাঁতের গোঁড়া দুর্বল হয়ে সময়ের আগেই দাঁত নড়ে যায়, এক্ষেত্রে এই মাজন ভালো ফলাফল দেয়। ব্রাশ ব্যাবহার না করে এই মাজন হাতের আঙ্গুলের সাহায্যে নিয়মিত দাঁতের গোঁড়ায় লাগিয়ে হালকা করে মাজলে ধীরে ধীরে দাঁতের গোঁড়া শক্ত হয় এবং দাঁত নড়া বন্ধ হয়ে যায়। এই মাজন দাঁত ও মাড়ি ২ টাই শক্ত করে, টাই নিয়মিত ব্যাবহার করলে দাঁত ও মাড়ি মজবুত হয়। অসময়ে নড়ে যাওয়া দাঁতের গোঁড়া গুলো শক্ত হয়।

৬.দাঁতে পোকা লাগলেঃ 

অনেক সময় দাঁতে পোকা লাগে, কালো হয়ে যায়, দাঁত ক্ষয় হয়ে যায়। এমন অবস্থায় যদি দাঁতের শিকর থেকে থাকে, এই মাজন ভালো ফল দেয়। হাতের আঙ্গুল দিয়ে পোকা লাগা দাঁতে কিছুটা মাজন লাগিয়ে হালকা করে মাজতে হবে। ৪/৫ মিনিট এভাবে করতে হবে। রাতে ঘুমানর আগে অবশ্যই একবার এটি করতে হবে। তাহলে দাঁতের পোকা লাগা সমস্যা দূর হয়ে যাবে। দাঁতের গোঁড়া / শিকর মজবুত হবে, যার ফলে দাঁতে পোকা লাগ্লেই মানুষ যে দাঁত ফেলে দেয়, সেটা করতে হবে না। এক্ষেত্রে দাঁত ফিলিং করে নিলে আরও ভালো। ফিলিং করে এই মাজন রেগুলার ইউজ করলে ঐ দাঁতে আর সমস্যা হবে না।

৭.দাঁত ও মাড়ি শিরশির করলেঃ 

অনেকর ঠাণ্ডা বা গরম বা মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে গেলে দাঁত ও মাড়ি শির শির করে, এটি মুলত দাঁত ও মাড়ির মধ্যে সংযুক্ত স্থান দুর্বল হলে এমন হয়। অনেক সময় সস্তা মানের নকল পেস্ট এর কারনে দাঁতের মেলানিন নষ্ট হয়ে দাঁত পাতলা হয়ে যায়, ফলে শিরশির ভাব হয়। এক্ষেত্রে এই মাজন অবশ্যই হাতের আঙ্গুলের সাহায্যে ব্যাবহার করতে হবে। দিনে ২-৩ বার এই মাজন দিয়ে দাঁত মাজলে শিরশির ভাব দূর হয়ে যাবে। চেষ্টা করতে হবে মাজন অন্তত ৪/৫ মিনিট মুখে রাখতে যেন এর ফেনা গুলো দাঁত ও মাড়িতে এর কার্যকারিতা প্রয়োগ করতে পারে। সহজ বুদ্ধি হচ্ছে, গোসলের আগে মাজন দিয়ে দাঁত মেজে নিবেন কিন্তু ওয়াশ করবেন না। এভাবেই গোসল করবেন। গোসল শেষ হলে এর পর মুখে পানি নিয়ে কুল্কুলি করে ওয়াশ করে ফেলবেন। এতে করে দীর্ঘ সময় মাজন মুখে থাকবে এবং ভালো কাজ করবে।

৮.দাঁত ও মাড়ি দিয়ে রক্ত পড়লে / মাড়ি ফুলে থাকলেঃ  

দাঁত ও মাড়ি দিয়ে যদি রক্ত পড়ে, মাড়ি ফুলে থাকে, সেক্ষেত্রে সবার আগে আপনার ব্রাশ ব্যাবহারে সতর্ক হতে হবে, পেস্ট ব্যাবহারেও সতর্ক হতে হবে। ব্রাশ যদি শক্ত হয়, তাহলে দাঁত ও মাড়ির আরও ক্ষতি করবে। অনেক সময় পেস্ট এ ভেজাল থাকলে দাঁত ও মাড়ির এই জাতীয় ক্ষতি করে, সেক্ষেত্রে পেস্ট পরিবর্তন করতে হবে। আর এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে এই টুথ পাউডার অবশ্যই হাতের আঙ্গুলের সাহায্যে ব্যাবহার করতে হবে। সম্বব হলে ৭-১০ দিন ব্রাশ ব্যাবহার বন্ধ রেখে হাতের আঙ্গুল দিয়ে এই মাজন ব্যাবহার করবেন। আশা করি দ্রুত ফলাফল বুঝতে পারবেন।


মহাশংকর টুথ পাউডারের সতর্কতা

যাদের দুধের দাঁত পড়েনি, তারা এই টুথ পাউডার ব্যাবহার করতে পারবে না। কারন এই পাউডার দাঁত ও মাড়ি মজবুত করে। ফলে দুধের দাঁত পড়তে সমস্যা দেখা দেয়। এছাড়া সবাই এটি নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবে কারন এটি ১০০% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে এখানে ক্লিক করুনঃ মহাশংকর টুথ পাউডার

আমাদের সাথে যোগাযোগ করতে ফেসবুকে পেইজে ইনবক্স করুনঃ Pritha Enterprise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chat Icon